এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)ঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমিনাশক ঔষধ সেবনের মধ্য দিয়ে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ভুরুঙ্গামারী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, উপজেলা প্রেসক্লাব সভাপতি ডাঃ মোঃ আব্দুল জলিল সরকার. ভুরুঙ্গামারী পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মাহমুদ। উপজেলায় ৫ থেকে ১৬ বছর বয়সী সকল শিশুকে এ কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি মাদ্রাসা, মক্তব, এতিমখানা সহ মাধ্যমিক পর্যায়ে সকল বিদ্যালয়ে ৫ থেকে ১৬ বছর বয়সের সকল শিশুকে এ কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।