রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি

রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের চর রাজীবপুর বটতলা গ্রামের নিজ বাড়ি থেকে ইয়াবা ও গাঁজা সহ স্বামী-স্ত্রী দুজনকে আটক করেছে থানা পুলিশের একটি দল।

এসময় তাদের বসত ঘর থেকে ১০৫ পিছ ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৫৬ হাজার ৮ শত ৫০ টাকা জব্দ করা হয়।

শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন রাজীবপুর থানার পুলিশ।আটককৃত হাফিজুর (৪০) ও ছালমা(৩২) দীর্ঘদিন থেকে মাদক বিক্রির সাথে জড়িত।

রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ বাদী হয়ে ওই স্বামী- স্ত্রী দুই জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।তাদের কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *