এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায়
করলা ক্ষেত থেকে অলোকা রায় (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর খলিফা পাড়া এলাকা থেকে লাশ উদ্ধার হয়।
খোঁজ নিয়ে জানা যায়, নিহত অলোকা রায় উপজেলার ছাতিয়ানগড় প্রমথ বাবু পাড়া অনিল রায় (৫৫) এর স্ত্রী এবং পূর্ব হাসিমপুর গ্রামের তাতি পাড়ার সত্যেন রায়ের মেয়ে।
ওসি কামাল হোসেন বলেন, করলা ক্ষেতে নিহতের লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় খবর দিলে লাশ উদ্ধার করে মৃত্যুর কারন নিশ্চিত হওয়ার জন্য নিহত অলোকার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, এবিষয়ে এজাহার এবং তদন্ত করে কারো সম্পৃক্ততা পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।