mail.google
মোহাম্মদ সাকিব চৌধুরী, খানসামা(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার গ্রামীণ শহর পাকের হাটের প্রধান প্রধান বেশ কয়েকটি সড়কের দুইপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রসাশন। আজ বৃহস্পতিবার(২১ জুলাই) দুপুরে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
জানাযায়, বৃহস্পতিবার দুপুরে পাকের হাটের শাপলা চত্বর ও আশপাশের এলাকা এবং পাকেরহাট রানীরবন্দর সড়কের দুপাশে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজেবুর রহমান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজেবুর রহমান বলেন, সম্প্রতি বাজারের আশপাশের রাস্তার দুইদিকে সব ধরনের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হয়।
ওই নির্দেশনার পরও যারা তাঁদের অবৈধ স্থাপনা সরিয়ে নেননি অভিযানে তাঁদের স্থাপনা ভেঙে দেওয়া হয়।
প্রায় ৪ ঘন্টা ব্যাপি এই অবৈধ উচ্ছেদ অভিযানে ১ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় ও রাস্তা দখল করে যত্রতত্র রাখার অপরাধে দুইজন ব্যবসায়ীকে জরিমানা করে ভ্র্যমমাণ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *