রফিকুল হায়দার ,সিনিয়র ষ্টাফ রির্পোটার ঃ
কুড়িগ্রামের চিলমারীতে ২০২১-২২ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা কৃষি বিভাগের পক্ষথেকে কৃষি অফিস চত্বরে চিলমারী উপজেলার রাণীগঞ্জ, থানাহাট ও রমনা ইউনিয়নের ২১০জন কৃষকের মাঝে খেসারীর ডাল ও ৭‘শ ১০জনের মাঝে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোহাম্মদ রাশিদুল হক, উপজেলা মৎস্য অফিসার মোঃ নুরুজ্জামান খান, উপজেলা সমবায় অফিসার মোঃ আবু মোত্তাল্লেম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ লুৎফর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নুর আলম ও নুর নাহার, চিলমারী প্রেস ক্লাব সভাপতি এস, এম নুরুল আমিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিজন কৃষককে বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি করে প্রদান করা হয়।