এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)ঃ
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার নুর কুতুবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন বিআরডিবি চেয়ারম্যান ফজলুল হক প্রমুখ।