মনিরুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি:
“বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দাকোপে নানা আয়োজনে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
দাকোপ উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে ব্যানার ফেস্টুনসহ এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে চালনা বাজার প্রদক্ষিন করে।
এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা সহকারী কমিশনার ভূমি গালিব মাহমুদ পাশার সভাপতিত্বে ও দিশারী বহুমূখী সমবায় সমিতির ম্যানেজার নিখিলেশ বর্মনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা সমবায় কর্মকর্তা প্রনয় রঞ্জন মন্ডল। বক্তৃতা করেন চালনা পৌরসভার কাউন্সিলর মোঃ বারিক শেখ, আব্দুস সাত্তার সরদার, বীরমুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী গাজী, গালর্ফ হ্যাচারীর উপজেলা ব্যবস্থাপক বিশ্বজিত বালা, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, বিভিন্ন সমবায় সমিতির পক্ষে রজত শুভ্র গাইন, মনিষা গাইন, বিষ্ণুপদ কয়াল, বিশ^জিত মন্ডল, হরিপদ মৃধা, কল্পনা রায়, সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক লস্কর শাহাবুর রহমান, পুরঞ্জন গাইন, মোঃ রাজিব শেখ প্রমুখ।
সভা শেষে বিভিন্ন বিভাগে সফলতা অর্জনকারী সমবায়ীদের মাঝে ক্রেস্ট ও পুরুস্কার বিতরন করা হয়।