।
অধিকতর তদন্তের স্বার্থে ৩ দিনের রিমান্ড আবেদন।।
রফিকুল হায়দার- (সিনিয়র স্টাফ রিপোর্টার),
কুড়িগ্রাম : ০৮.১১.২০২১
কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক আব্দুল মান্নান সোমবার (৮ নভেম্বর) প্রতারনা ও জালিয়াতির মামলায় রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ শিক্ষিকা দিলরুবা বেগম ঝুমার জামিন আবেদন নামঞ্জুর করেছেন । এরআগে গত ২১অক্টোবর নি¤œ আদালতের বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরন করেন। একই সাথে দিলরুবা বেগমের তিন দিনের রিমান্ডের জন্য আবেদন করেছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি কলেজের প্রভাষক হওয়া সত্বেও দিলরুবা বেগম নীতিমালা লংঘন করে ছিন্নমুকুল বাংলাদেশ এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক হন। ওই সংস্থার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক হওয়ার সুবাদে তিনি কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ ও কুড়িগ্রাম জেলা সমাজ সেবা অফিসের সাবেক উপ-পরিচালক যোবায়ের আহমেদ এর স্বাক্ষর জাল করেন। এঘটনায় কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিনের পক্ষে উলিপুর উপজেলার দূর্গাপুর গ্রামের খোরশেদ আলম বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা করেন। সেই মামলায় দিলরুবা বেগম উচ্চ আদালত থেকে ৬সপ্তাহের জামিন পেয়েছিলেন। পরে ২১অক্টোবর তিনি কুড়িগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আতœসমর্পন করে জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। জেল হাজতে থাকাবস্থায় পূনঃরায় তার জামিনের জন্য কুড়িগ্রাম জজ আদালতে তার পক্ষে একটি মিস কেস করা হয়। সোমবার ওই মামলা সহ আরো একটি প্রতারনার মামলায় জামিন শুনানীর তারিখ ছিল।
মামলার তদন্ত কর্মকর্তা এটিএম সিফাতুল মাজদার জানান, মামলার অধিকতর তদন্তের স্বার্থে প্রতারণা এবং জালিয়াতি মামলায় অভিযুক্ত দিলরুবা বেগম ঝুমাকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে মামলার চলমান কার্যক্রম আরো গতিশীল হবে।
এ ব্যাপারে সরকারি মীর ইসমাঈল হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম রানা বলেন, প্রতারণা এবং জালিয়াতি মামলায় অভিযুক্ত দিলরুবা বেগম ঝুমার নীতিমালা অনুযায়ী গুরুতর শাস্তি হিসেবে তার বেতন-ভাতা বন্ধ করা হয়েছে।
মামলার বাদী খোরশেদ আলম জানান,তার বিরুদ্ধে আরো একাধিক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।