লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা থেকে (৩ কেজি গাঁজা) সহ মইনুল ইসলাম সুজন (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সে লালমনিরহাট পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক। আটককৃত সুজন লালমনিরহাট শহরের সাহেব পাড়া এলাকার মৃতঃমহসীন আলীর ছেলে।

জানা যায়, পুলিশের হাতে ধৃত মইনুল ইসলাম ওরফে সুজন একটি বেসরকারি প্রতিষ্ঠানে এসআর পদে কর্মরত। চাকুরির পাশাপাশি গোপনে সে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। তার ধারাবাহিকতায় বিক্রির উদ্দেশ্য যাত্রীবাহী বাসে মাদক বহন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর থানার এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স সহ

গত ৯ নভেম্বর বিকেলে লালমনিরহাট সদরের গোকুন্ডা ইউনিয়নের তিস্তা সড়কসেতুর উত্তর পার্শ্বে টোলঘরের সামনে থেকে যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করে। এ বিষয়ে, লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বলেন, বিষয়টি শুনেছি। সত্যিটা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এব্যাপারে, লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন,এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। বর্তমানে সে জেলহাজতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *