কবিতাঃ হারানো প্রিয়া
কলমেঃ রফিকুল হায়দার
তারিখঃ ১৪/১১/২০২১
ওলো সখী তিস্তে! কোথা যাও বলো তুমি?
হারানো প্রিয়ার খবর লাগিয়া দাঁড়ায়ে রয়েছি আমি;
মনে কি পড়েনা সখী? আমারে গেলে যে ফেলে,
কি সুখের লাগি হারালে মোরে? কোন সে পথের ভূলে;
কতনা কেঁদেছি ধূলায় লুটিয়া খুঁজেছি তোমার কুলে,
যেন শরাহত পাখীর ব্যথা, কান্না-বিলাপ মিলে;
প্রিয়হারা ব্যথাতুর; ভ্রমিয়া ভুবন,
ত্রিংশতি বছরে আজো প্রিয় দরশন;
না পেয়ে তারে, জিজ্ঞাসি তোমা, বলে দাও তার খবর,
বুঝেছি-বুঝেছি বুকে তোর আজ উঠেছে বড়ই ঝড়;
বলিবেনা কিছু বুঝি,
তবু তব চরে চখা কেঁদে ফিরে তাহার চখীরে খুঁজি;
তব কুলে যারা নিতি রচে নীড় তারাই পেলোনা কুল,
দিশা কি তোমার পাবে এ অতিথি দুদিনের বুলবুল;
ওরে বিরহিনী, উদাসিনী তুমি এগৃহ হারাবে বল,
এই স্রোত তোর কোন সরোবরের হাড়গলা আঁখিজল;
সেই সরোবরে বিরহিনী মাঝে ছিল এত অভিমান!!
এত কাঁদে তবু শুকায়না তার চোখের জলের বান?
জীবন ব্যাপিয়া মিটায়েছি শুধু অপরের প্রয়োজন,
সবারে তুষ্ট করিয়া দেখিযে উপোষী আমার মন;
ওগো মোর হারানো সখী!
তোমারে খুঁজিয়া অন্ধ হলো যে আমার এদুটি আঁখি;
হেথা সাথী তব ডেকে ডেকে ফেরে জলধির কুলে কুলে,
কোথা কোন লোকে কোন নদী পাড়ে রহিল গো তারে ভুলে;
একা নদী তীরে গহন তিমিরে কাঁদি আমি মনঃ দুখে,
হয়তো কোথাও হরষে শুইয়া তুমি ঘুম যাও সুখে;
আমাদের মাঝে যে নদী বহিছে জীবনেও শুকাবেনা,
এ নিশি কাটিবে, প্রভাত আসিবে-যতেক অচেনা, চেনা;
আসিবে সবাই, আসিবেনা তুমি তব চির চেনা নীড়ে,
এপারের ডাক ওপার ঘুরিয়া এপারে আসিবে ফিরে;
কেমনে আমারে ভূলিয়া রয়েছো এই ভাবি নিশি দিন’
প্রথম রাতের কথাটি বুঝিবা তব কথার সাগরে বিলীন;
বারেক আমারে, আমারে না হেরিলে, হয়েছিলে উতোলা,
বিরহে কাঁদিয়া, এখন কাঁদাও, এবার বুঝি মম পালা;
জানিগো আমার কাটিবেনা আর এই বিরহের রাতি,
রজনীর শেষে জ্বলিবেনা আর জীবন-প্রদীপ ভাতি;
জানি ফিরবেনা, ফিরবেনা আর এই হিদ পিঞ্জরে,
তবুও তোমায় স্মরিবো আমি তিস্তে নদীর পাড়ে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *