কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ॥
নতুন দিনের জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন-এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্যদিয়ে কুড়িগ্রামে পালিত হয়েছে। ১৬ নভেম্বর সকালে কুড়িগ্রাম জেলা শহরের ইষ্টিকুটুম হোটেলের হলরুমে ঢাকা প্রতিদিন-এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র আব্দুল জলিল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পল্লী স্বাস্থ্য সেবা কেন্দ্রের পরিচালক শহিদুল ইসলাম শিমুল, কুড়িগ্রাম জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবুল হোসেন বাবুল, দৈনিক বগুড়া জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম। এ সময় প্রধান অতিথি সাবেক পৌর মেয়র আব্দুল জলিল কেক কেটে আনুষ্ঠানিক ভাবে ঢাকা প্রতিদিন-এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের শুভ সুচনা করেন। পরে বক্তারা অনুসন্ধানী সাংবাদিকতায় ঢাকা প্রতিদিন পত্রিকার সাংবাদিকদের বিশেষ ভুমিকা নিয়ে প্রশংসা করেন।