ফুলবাড়ি প্রতিনিধিঃ
১৮ নভেম্বর বৃহস্পতিবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ এক মাদক চোরাকারবারীকে আটক ও মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৩ঘটিকায় ফুলবাড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার সাবেক ছিটমহল কালিরহাট বাজার হতে খড়িবাড়ী গামী রাস্তায় মোটরসাইকেল থামিয়ে চালক হারুনের কাছ থেকে ১০কেজি গাঁজাসহ আটক করে এবং মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।
মাদক চোরাকারবারি হারুন অর রশিদ(৩২) উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবস গ্রামের আছির উদ্দিনের ছেলে।
আটককৃত মাদক চোরাকারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)
রাজীব কুমার রায়।