এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামায় উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ৬ টি পদের মধ্যে ৩টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হলেও চেয়ারম্যান, সেক্রেটারি ও ট্রেজারার পদে ৬ জন প্রতিদ্বন্দ্বী করেছে।
শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ১০ টা হতে বিকেল ৩ টা পর্যন্ত খানসামা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান পদে ৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম ও ৬৯ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপস কুমার দাস। সেক্রেটারি পদে ৮৫ ভোট পেয়ে নির্বাচবত হয়েছেন হোসেনপুর ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ মাজেদুল হক ও ৭৬ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন শাপলা গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ গোলাম রাশেদ চৌধুরী। ট্রেজারার পদে ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন টংগুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শতীশ চন্দ্র রায় ও ৭১ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বাসুলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুর রায়হান।
এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান পদে চকরামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মোতালেব, ডিরেক্টর পদে ভাবকি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফিরোজ শাহ্ ও ডিরেক্টর পদে খামারপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম।