মো নাজমুল হুদা মানিক।। ময়মনসিংহের বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, মুকুল ফৌজ, মুকুল নিকেতন উচ্চ বিদালয়ের সাবক প্রঊান শিক্খক অধ্যাপক আমীর আহাম্মদ চৌধুরী রতন স্যার-এর স্মরণ সভা ৭ নভেম্বর বিকাল ৩টায় ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তন ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে ।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর সভাপতিত্বে ও কবি স্বাধীন চৌধুরী এর পরিচালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট পীযুষ কান্তি সরকার, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শাহাদাত হোসেন খান হিলু, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক ডক্টর সামীউল আলম লিটন, দপ্তর সম্পাদক আবু সাইদ দীন ইসলাম ফকরুল, যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজ বাশার ভাষানী, আওয়ামী লীগের নেতা প্রদীপ ভৌমিক, এডভোকেট আবুল কাশেম, এডভোকেট আব্দুল মোতালেব লাল, আজহার হাবলু, মন্জিত সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি অধ্যক্খ মিনার, অধ্যাপক নুরুননিছা খানম সুচি, মহনগর মহিলা শ্রমিকলীগের সভাপতি আফসানা আক্তার, যুব লীগের নেতা আতাবুর রহমান জনি, জেলা যুব মহিলা লীগের নেত্রী ফৌজিয়া ইসরাত ফ্লোরা, ছাত্র লীগের নেতা আরহান খান ছোটন, এস এম নাসির উদ্দীন হীরা প্রমুখ নেতৃবৃন্দ।