ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার বিকেলে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল উপজেলা সদরের হাসপাতাল রোডে অভিযান চালিয়ে একটি অটো রিক্সা থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানাগেছে, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভীত্তিতে
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলা সদর ইউনিয়নের সাদ্দাম মোড়স্থ হাসপাতাল রোডে অভিযান পরিচালনা করে। এসময় রাস্তার পাশে মালিক বিহীন একটি অটো রিক্সা থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে। গাঁজাসহ অটো রিক্সাটি আটক করে থানায় নিয়ে আসে।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।