এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
জামালপুরে সদরের সিংহজানী খাদ্য গুদামে সরকারিভাবে আমন ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। শনিবার দুপুরে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সাংসদ আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন।
উদ্বোধনকালে জামালপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান, সিংহজানী খাদ্যগুদাম সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা উত্তম কুমার দাশ এবং চালকল মালিকরা উপস্থিত ছিলেন। জানাগেছে, সদর উপজেলায় চলতি আমন মৌসুমে প্রতি কেজি ২৭ টাকা দরে ১হাজার ৭শত মেট্রিকটন ধান ও ৪০ টাকা দরে ৬ হাজার ৭শত মেট্রিকটন চাল সরকারী ভাবে সংগ্রহ করা হবে।