নাগেশ্বরী(কুড়িগ্রাম) প্রতিনিধি:-

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে আলোচনাসভা ও কমিটি গঠন করা হয়েছে। বেসরকারী প্রতিষ্ঠান প্লান ইন্টার ন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ইউএসডিও) আয়োজনে রবিবার সকালে উপজেলার কেদার ইউনিয়নের সুবলপাড় বহুমূখী উচ্চ বিদ্যালয় সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুস শফিক সরকারের সভাপতিত্বে আলোচনা করেন।

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ইউএসডিও) নাগেশ্বরী শাখা ব্যবস্থাপক গোলাম ফারুক, কেদার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, আ.খ.ম ওয়াজেদুল কবির রাশেদ, ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম, আব্দুল হক প্রমূখ। এসময় স্থানীয় নারী-পুরুষ, শিক্ষক- শিক্ষার্থীর সম্নয়ে ২১ সদস্য বিশিষ্ঠ ১নং ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। এ কমিটি সেচ্ছাসেবার ভিত্তিতে এলাকার দূর্যোগ ও ঝুঁকি চিহ্নিত করে তা প্রশমনে পরিকল্পনা বাস্তবায়ন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *