ফারহানা আক্তার, জয়পুরহাটঃ
জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত হয়েছে। রোববার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় জেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হলরুমে আলোচনাসভার আয়োজন করা হয়।
জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি গোলাম হক্কানি এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, জেলা মহিলাআওয়ামীলীগের সভাপতি শাম্মিম আজিজ সাজ প্রমূখ।
এ সমেয় জেলায় করোনা মহামারীসহ বিভিন্ন সামাজিক দুর্যোগে বিশেষ অবদান রাখায় জয়পুরহাট সরকারি ডিগ্রী কলেজের অনার্স শেষ বর্ষেও শিক্ষার্থী শিউলি আক্তারসহ ১০ জন স্বেচ্ছা সেবককে পুরস্কৃত করা হয়।