ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে জয়পুরহাট জেলার সদর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসানুজ্জামান মিঠু বিনা প্রতিদন্দীতায় নির্বাচিত হয়েছেন।

জয়পুরহাট জেলা নির্বাচন অফিসার আমিনুল ইসলাম মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৫ নভেম্বর জয়পুরহাট সদর উপজেলার ৯ টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও সদস্যরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।

৯ টি ইউনিয়নের চেয়ারম্যান পদে মোট ৪০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করলে যাচাই-বাছাইয়ে ৬ জনের মনোনয়ন বাতিল করা হয় এবং ১৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। এর মধ্যে জামালপুর ইউপি চেয়ারম্যান পদে কোন প্রতিদন্দী প্রার্থী না থাকায় হাসানুজ্জামান মিঠু বিনা প্রতিদন্দীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সাধারণ সদস্য পদে ৩৫১ জন ও সংরক্ষিত ১৩৪ জনের মধ্যে জামালপুর ইউপির ডলি পারভীন বিনা প্রতিদন্দীতায় সংরক্ষিত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন, জয়পুরহাট সদর উপজেলা নির্বাচন অফিসার জেহেবুন্নেছা শাম্মী।

উল্লেখ্য আওয়ামীলীগের দূর্দিনের কান্ডারী মো. আনছার আলীর পুত্র জামালপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু নিজের পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ ও উন্নয়নের লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছেন এবং তিনি ইতিমধ্যে একজন সফল চেয়ারম্যান হিসেবে সর্ব মহলে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন।
এরই ব্যাস্তব প্রতিফলন তিনি চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে বিনা প্রতিদন্দীতায় নির্বাচিত হয়েছেন।

অত্র ইউনিয়নের আপামর জনতা ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা নব নির্বাচিত জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠুর মঙ্গল কামনা করে সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *