এইচ এম ইমরানঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৬ নং সারুটিয়া ইউনিয়নে নৌকার প্রার্থী মাহমুদুল হাসান মামুনের মোটরসাইকেল বহরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। এতে ফারুক, আইজাল, আব্দুল, ফল্টুসহ বেশ কয়েকজন আহত হয়েছে। প্রতিপক্ষ বিদ্রোহী প্রার্থী জুলফিকার কাইসার টিপুর কর্মী সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার বিকেলে কাতলাগাড়ী বাজারে এ হামলার ঘটনা ঘটে।
সারুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান এবং আসন্ন ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী মাহমুদুল হাসান মামুন জানান, তারা আজ নৌকার মনোনয়ন ফরম আনতে দলীয় মাতব্বর ও নেতা কর্মীদের সাথে নিয়ে মোটরসাইকেলযোগে ঝিনাইদহে এমপি আব্দুল হাই এর কাছে যায়। মনোনয়ন ফরম নিয়ে ঝিনাইদহ থেকে বিকেলে নিজ ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে পৌছায়। এসময় প্রতিপক্ষ জুলফিকার কাইসার টিপুর ক্যাডার বাহিনী তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলার শিকার হয়ে তারা মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়। এসময় প্রতিপক্ষরা বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে ও তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এ ঘটনায় তার বেশ কয়েকজন কর্মী হামলার শিকার হয়ে আহত হয়েছে বলেও তিনি দাবী করেন।
নৌকার মনোনয়ন ফরম ছিনিয়ে নিতে ও এলাকায় আতংক সৃষ্টি করতে এ হামলা করা হয় বলে তিনি অভিযোগ করেন।
শৈলকুপার থানার ওসি রফিকুল ইসলাম, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাতলাগাড়ী বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *