এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় প্রতিকূলতাকে পাশ কাটিয়ে বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের জয়িতা সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৪ জন জয়িতাকে এ সম্মাননা স্মারক, সনদ ও ফুল উপহার দেওয়া হয়।
তারা হলেন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন কারী নারী সবিতা রাণী সোম, সফল জননী নারী হালিমা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী পার্বতী রানী ও সমাজ উন্নয়নে অবদান রেখেছেন যে নারী কল্পনা ভট্টাচার্য।
ইউএনও রাশিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী,এমপি। এছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন ও নারীগণ।