ফারহানা আক্তার, জয়পুরহাটঃ
জয়পুরহাটে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরিফুল ইসলাম।
দিবসটি উপলক্ষে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শরিফুল ইসলাম, পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁইয়া, জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী প্রমূখ। এ সময়ে বক্তারা দুর্নীতি প্রতিরোধে শ্রেণি বর্ণ নির্বিশেষে সকল নাগরিককে সতর্ক থাকার আহ্বান জানান।