ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস/২০২১ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে নানান আয়োজন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা হয়। এরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন কর্মসূচি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার সুমন দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।
এসময় প্রধান শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষ্ণমোহন হালদার, অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফাতেমাতুজ জহুরা হেপী প্রমূখ।