জাহাঙ্গীর আলম চৌধুরীঃঃ
সুনামগ‌ঞ্জের ছাতক হাসপাতালে ভারত সরকার কর্তৃক প্রদেয় অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ লাইফ সাপোর্ট(আইসিইউ) এম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে হাসপাতাল প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভারতীয় ডেপুটি হাই কমিশনার নিরাজ কুমার জায়সওয়াল এম্বুলেন্সের চাবী স্থানীয় সংসদ সদস‌্য মুহিবুর রহমান মানিক এর কাছে হস্তান্তর করেন। এম্বলেন্স হস্তান্তর উপলক্ষে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিক এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদ্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথির বক্তব্যে, বাংলাদেশে নিয়োজিত ভারতের ডেপুটি হাই কমিশনার নিরাজ কুমার জায়সওয়াল বলেন, ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অত্যন্ত প্রাচীন। দুই দেশের মানুষের মধ্যেও রয়েছে আত্মীয়তা এবং রক্তের সম্পর্ক। অত্যাধুনিক ও আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ঐ ম্বুলেন্সের কথা উল্লেখ করে ডেপুটি হাই কমিশনার বলেন, মূমুর্ষ রোগীদের চিকিৎসাসেবা প্রদানে লাইফ সাপোর্টে এ এম্বুলেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারবে। এম্বুলেন্সটির সঠিক ব্যবহার ও পরিচর্যার মাধ্যমে এটিকে রোগীদের চিকিৎসার ক্ষেত্রে কাজে লাগাতে হবে। সঠিক পরিচর্যার মাধ্যমে ব্যবহার করলে এম্বুলন্সটিকে দীর্ঘদিন সচল রাখা সম্ভব। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মুহিবুর রহমান মানিক এমপি বলেন, মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন সময়ে সূখে-দুঃখে ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ন সম্পর্ক অত্যন্ত মধূর। মহান মুক্তিযুদ্ধে সর্বাত্মক সহযোগিতা করে বাংলাদেশের মানুষকে চীর কৃতজ্ঞতার শৃঙ্খলে আবদ্ধ করেছে ভারত। তিান বলেন, ছাতকের ইসলামপুরে প্রস্তাবিত ইকোনোমিক জোন প্রতিষ্ঠিত হলে ভারতের সাথে ব্যবসা-বানিজ্যের পথ আরো প্রসারিত হবে। বর্তমান শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে দেশের প্রতিটি জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার কথা উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্য খাত সহ দেশের সর্ব ক্ষেত্রে শেখ হাসিনার সাহসী উন্নয়ন কার্যক্রম দেশে-বিদেশে প্রসংশিত হচ্ছে। বিজয়ের মাসে এ লাইফ সাপোর্ট এম্বুলেন্স উপহার দিয়ে বাংলাদেশের প্রতি তার বন্ধুত্বের হাত আরো প্রসারিত করল ভারত সরকার। ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের মতো মহামারী করোনাকালেও প্রথম ভ্যাকসিন দিয়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে ভারত। যা ভারত-বাংলাদের অকৃতিম বন্ধুত্বের বহিপ্রকাশ। উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্তীর সভাপতিত্বে এবং ডাঃ তোফায়েল আহমদ সনি ও হাসপাতালের প্রধান সহকারী আমিরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বাস্থ্য বিভাগ সিলেটের পরিচালক ডাঃ হিমাংশু লাল রায়, সুনামগঞ্জের সিভিল সার্জন ডাঃ সামছুদ্দিন আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) তামিম ইয়ামিন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, এএসপি ছাতক সার্কেল বিল্লাল হোসেন, ছাতক পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, দোয়ারা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছালেহা বেগম, ছাতক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সাংবাদিক তাপস দাস পুরকায়স্থ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, সাংবা‌দিক সৈয়দ হারুন অর রশীদ প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্তী। এসময় ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, আলহাজ্ব সুন্দর আলী, বিল্লাল আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন, পিআইও মাহবুব রহমান, প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, মুরাদ হোসেন, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, পৌর মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী(সাময়িক বরখাস্ত), রত্না রানী মালাকার, নূরেছা বেগম, প্রবীন রাজনীতিবিদ হেমেন্দ্র প্রসাদ রায়, সামছুজ্জামান রাজা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. পীযুষ কান্তি ভট্টচার্য্য, সাধারন সম্পাদক রবীন্দ্র কুমার দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি, প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি মহন্ত কুমার রায়, রামকৃষ্ণ সেবাশ্রম ছাতকের সাধারন সম্পাদক বাবুল রায়, আওয়ামীলীগ নেতা আফতাব উদ্দিন, আব্দুল আওয়াল, সাবেক পৌর কাউন্সিলর আসাব মিয়া, পৌর আওয়ামীলীগ নেতা সাব্বির আহমদ সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *