এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
অবশেষে প্রার্থিতা ফিরে পেলেন দিনাজপুরের খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান হাফিজুল হক সরকার।

জানা যায়, গত ২৯ নভেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের দিনে উত্তরা ব্যাংক লিঃ, রংপুর শাখায় মেসার্স শ্যামল কুমার দাস, নীলফামারী এর ঋণের জামিনদাতা হিসেবে হাফিজুল হক সরকার ঋণ খেলাপী হওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন ১ নং আলোকঝাড়ি ও ২ নং ভেড়ভেড়ী ইউপি নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানা। পরে জেলা নির্বাচন অফিসে আপিল করেও তার মনোনয়ন বাতিলের আদেশ বহাল থাকে। বিষয়টি নিয়ে তিনি উচ্চ আদালতে গেলে পুনরায় আপিল আবেদনে প্রার্থিতা ফিরে পেলেন হাফিজুল হক হাফিজ সরকার।

প্রার্থিতা ফিরে পাওয়ায় তৃণমূলের কর্মী ও সমর্থকদের মধ্যে হতাশা ও বেদানা কাটিয়ে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ তৈরী হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজুল হক সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *