মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ

খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে নব নির্বাচিত সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজা নির্বাচিত হওয়ায় বাফুফের সহ সভাপতি, রূপসা তেরখাদা দিঘলিয়া উপজেলা উন্নয়নের রূপকার খুলনা-৪ আসনের সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদীর পক্ষ থেকে ১৭ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায়” খুলনা প্রেসক্লাব মিলনায়তনে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। উক্ত অভিনন্দন বার্তায় সালাম মূর্শেদী এমপি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। তাই সাংবাদিকদের দায়িত্ব অনেক। আমি আশা করি নব নির্বাচিত কমিটির নেতারা অতীতের মত খুলনার সার্বিক উন্নয়নসহ সকল বিষয়ে তাদের লেখনি দিয়ে সংবাদ মাধ্যমে তুলে ধরবেন। বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সংবিধান ও গণতন্ত্রের ভীত মজবুতে বলিষ্ট ভূমিকা রাখবেন।
এ দিকে অভিনন্দন বার্তায় তিনি নব নির্বাচিত সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সবাইকে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন, খুলনা ৪ আসনের সাংসদ আঃ সালাম মূর্শেদী এমপির কো এডি নেটওয়ার্ক মোঃ নোমান ওসমানী রিচি” এমপি আঃ সালাম মূর্শেদীর বিশেষ প্রতিনিধি ও খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য রূপসা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফ ম আঃ সালাম সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক সহ এমপি আঃ সালাম মূর্শেদীর প্রতিনিধিগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *