কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে থানাহাট পুরাতন বাজার মসজিদ সহ উপজেলার বিভিন্ন মসজিদ ও এতিম খানা, হাফেজী মাদ্রাসায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলীর দ্রুত সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।মঙ্গলবার
হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পরলে পপুলার হাসপাতাল ঢাকায় ভর্তি করা হয় এবং চিকিৎসক মোহাম্মদ হোসেনের তত্ত্বাবধানে রাতেই তার সফল অস্ত্রপাচার হয় । তিনি এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। ছাত্রলীগের নেতারা জানান, সু্স্হ হয়ে আমাদের প্রিয় নেতা জাফর আলী ফিরে আসুক প্রিয় শহর কুড়িগ্রামে এই প্রত্যাশা করছি।