চতুর্থ ধাপে আজ কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সুষ্ঠু ,শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে মোট ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। সরেজমিনে উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর সরঃ প্রাঃ বিদ্যাঃ, ধরণিবাড়ি ইউনিয়নের মাদারটারী সরঃ প্রাঃ বিদ্যাঃ, দলদলিয়া খামার মাগুড়া সরঃ প্রাঃ বিদ্যাঃ ও তবকপুর ইউনিয়নের সরদারপাড়া সরঃ প্রাথঃ বিদ্যালয় কেন্দ্র ঘরে দেখা যায় সাধারণ ভোটার গণ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল লক্ষনীয়। উপজেলার ১৩টি ইউনিয়নে ভোট গ্রহণের কাজে নিযুক্ত ছিলেন মোট ১৩৭জন প্রিজাইডিং অফিসার,৮২৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার,১৬৪৮ জন পোলিং অফিসার । সব কটি ইউনিয়ন মিলে ৮৬ জন চেয়ারম্যান পদে, ৫৮৬ জন সাধারণ ইউপি সদস্য পদে এবং ২১০ জন সংরক্ষিত মহিলা পদে প্রতিদ্বন্ধিতা করেন। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তার জন্য পুলিশ,আনছার ও গ্রাম্য পুলিশ ছাড়াও অতিরিক্ত র্যাব ও বিজেপিকে সার্বক্ষনিক টহল দিতে দেখা গেছে