কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সেয়ানে সেয়ানে লড়াইয়ে অমিমাংসিত রয়েছে ফলাফল। আওয়ামীলীগের প্রার্থী এবং বিদ্রোহীর প্রার্থীর এমন ফলাফলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রশাসন বলছে পুনঃ তফসিল এবং ভোট অনুষ্ঠিত হবে।
জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি নৌকা প্রতিক প্রার্থী তাইজুল ইসলাম এবং সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোটর সাইকেল প্রতিক নিয়ে সমান সংখ্যক ৫১৬৬টি ভোট পেয়ে ড্র হয়েছে। অপর দিকে চাকিরপশার ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে হায়দার আলী টিউবয়েল প্রতীক-৫৮৪টি ভোট এবং নুরজামাল সরকার বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে সমান সংখ্যক ভোট পেয়ে ড্র করেছেন।
এমন ফলাফলে প্রার্থী এবং কর্মী-সমর্থকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিদ্যানন্দ ইউনিয়নের রতিরাম গ্রামের ভোটার মকবুল মিয়া বলেন,এই প্রথম এমন চেয়ারম্যান পদে ড্র দেখলাম। এখন আবার ভোট হলে ভোটের যুদ্ধ আরও বাড়বে। কার ভাগ্যে ইউনিয়নের চেয়ারম্যান হবার ভাগ্য আছে সেটাই দেখার বিষয়।
চাকিরপশার ইউনিয়নের খুলিয়াটারি গ্রামের ভোটার সহিদুল ইসলাম বলেন,শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারছি। কিন্তু অন্য ভোটে চেয়ারম্যান ও মহিলা মেম্বার নির্বাচিত হইল। আর মেম্বার হইল না সেটা নিয়ে মনটাই খারাপ পছন্দের প্রার্থী ভোট ড্র হইছে।
বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন বলেন,আমি এক ভোট জয়লাভ করেছি। কেননা আমার এজেন্টের তথ্য মোতাবেক কেন্দ্রে প্রিজাইডিংয়ের স্বাক্ষরিত ফলাফলের হিসেব অনুয়ায়ী নিশ্চিত হয়েছি। সেই তথ্য প্রমাণ নিয়ে নির্বাচন অফিস এবং জেলা-উপজেলা প্রশাসনের নিকট লিখিত ভাবে অভিযোগ করেছি। এই ফলাফল নিয়ে আইনী লড়াইয়েরও চিন্তা রয়েছে।
তবে ফলাফল নিয়ে আওয়ামীলীগের প্রার্থী তাইজুল ইসলামের ব্যক্তিগত ফোন বন্ধ পাওয়া যায়। এই বিষয়ে তার কোন মন্তব্য পাওয়া যায়নি।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নুর মোহাম্মদ আক্তারুজ্জান বলেন,অবাধ ও শান্তিপূর্ণ ভাবে গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ফলাফল গণনাতেও কোন কার চুপি হয়নি। কেন্দ্রের দায়িত্বরত স্বাক্ষরিত ফলাফলে সমান ভোট পেয়েছে দুজনই।
উপজেলা নির্বাচন অফিসার মনোয়ার হোসেন বলেন,চেয়ারম্যান পদ এবং সাধারণ সদস্য পদে সমান ভোট পড়েছে। এই দুটি পদে পুনঃ তফসিল এবং ভোট অনুষ্ঠিত হবে।