ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

৫ জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদ নিবার্চনে কোন রকমের সহিংসতার চেষ্টা ও ভোটারদের হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবেনা। অপরাধী যে দলের হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। তাছাড়া ৫ জানুয়ারি পঞ্চম ধাপের নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরেপক্ষ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে প্রশাসন সব সময় জনগনের পাশে আছেন।

বুধবার বিকেলে উপজেলার চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদের প্রার্থীর সঙ্গে নির্বাচণী আচরণবিধি আইন শৃংখলা সংক্রান্ত মত বিনিময় সভায় উপস্থিত হয়ে জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলাম এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভুইয়া, জেলা নিবার্চন কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা কর্মকর্তা শহিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নূর-নবী ও থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব সহ নির্বাচনে অংশগ্রহন করা প্রায় সকল প্রার্থীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন