নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
বিজ্ঞান-প্রযুক্তি ও নৈতিকতা একসূত্রে গাঁথা এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা পর্যায়ে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে ফুলবাড়ী উপজেলা প্রশাসন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আগারগাঁও, ঢাকা। এতে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার সুমন দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রহমান সরকার।
এসময় সহকারী কমিশনার ভূমি বিমল চাকমা, উপজেলা মাধ্যমিক অফিসার আব্দুল হাই, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হালদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।