এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
জামালপুরে সদর, মেলান্দহ এবং ইসলামপুর উপজেলার নব-নির্বাচিত ২৫জন চেয়ারম্যানের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মুর্শেদা জামান। শপথ নেয়ার আগে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দিলরুবা আহমেদ ও স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক মাহমুদা বেগম।
অপরদিকে জামালপুর সদর উপজেলা পরিষদের ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন অডিটরিয়ামে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের সাধারণ ওয়ার্ডের ১৬৮জন সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান। এ সময় জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল, শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম আলম আলীসহ ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।