এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য,সংগ্রাম ও সাফল্যের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনাজপুরের খানসামা উপজেলায় নানা কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার (৪জানুয়ারী) দুপুরে উপজেলা ছাত্রলীগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আনন্দ শোভাযাত্রা শেষে আলোচনা সভা ও কেক কাটা হয়।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহয়ের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও খানসামা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মোকছেদুল গণি রাব্বু শাহ ও ধর্ম বিষয়ক সম্পাদক মোকছেদার রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এরশাদ জামান, খানসামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তাওফিক আহমেদ শামীম, আবু নাসের সরকার ও মাহবুব হোসেন সুমন এবং উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।