ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলার নলসিটি উপজেলায় নিখোঁজের ৮ ঘন্টা পর খাল থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। বুধবার (৫ জানুয়ারি) বিকেলে সাড়ে ৩টার সময় তাকে উদ্ধার করা হয়।

নিহত আমিনা (২) উপজেলার কুলকাঠি ইউনিয়নের দেলদুয়ার গ্রামের আলমগীর হোসেনের মেয়ে,আমিনার বাবার আলমগীর হোসেন জানান, সকালে আমি কাজে যাই পরে শুনি আমার মেয়ে নিখোঁজ । আমার বাড়ির সামনেই খাল রয়েছে। স্থানীয়রা খালে অনেক খোঁজাখুজি করে তার সন্ধান পায়নি। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস কর্মীকে জানালে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসেন।

নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খালেকুজ্জামান জানান, সকাল সাড়ে আটটার দিকে শিশুটি নিখোঁজ হয়ে। পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। অনেক খুঁজাখুজি করে বরিশাল ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে শিশুটির মরদেহ উদ্ধার করেছি।

বরিশাল নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরি লিডার হুমায়ুন কবির জানান,প্রথমে স্থানীয় ফায়ার সার্ভিস অভিযান চালায় পরে খবর পেয়ে আমরা সেখানে যাই। ১ ঘন্টা অভিযান চালিয়ে দীর্ঘ দেড় কিলোমিটার দূরে পাওতা বাজার সংলগ্ন খালে একটি গাছের শিকড়ের নিচে আটকে থাকা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করি।খালে অনেক স্রোত থাকায় খুঁজে পেতে দেরি হয়েছে। শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন