ফারহানা আক্তার, জয়পুরহাটঃ
বেতন স্কেল স্থগিতাদেশ প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে বাংলাদেশ ভুমি অফিসার্স কল্যাণ সমিতি জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে অবস্থান কর্মসূচী ও স্বারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক আানোয়ার পারভেজ এর নিকট স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতারা।
এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভুমি অফিসার্স কল্যাণ সমিতি জেলা শাখার সভাপতি ইন্তাজুল ইসলাম রাজা, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সহ-সভাপতি একরামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান সহ জেলার নেতৃবৃন্দ।
অন্যান্য দাবীগুলো হলো- আগামী ৩ মাসের মধ্যে নব নিয়োগ ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের পদোন্নতি; ইউনিয়িন পৌর ভূমি অফিসে কম্পিউটার সামগ্রী, ফটোকপি মেশিন, উন্নত মানের প্রিন্টার, কন্টেডেসি এবং ভ্রমন ভাতার বিল সরাসাির প্রদান; আইটি খরচের জন্য নামজারী ও হোল্ডিং এন্ট্রির টাকা সরাসরি ইউনিয়ন / পৌর ভূমি অফিসে প্রদান; ইউনিয়ন/ পৌর অফিসে মটর সাইকেল সরবরাহ এবং ইউনিয়ন ও পৌর অফিসে নিরাপত্তা কমর্ী নিয়োগ করাসহ ৬ দফা দাবি জানান সংগঠনের নেতারা।