নাগেশ্বরী প্রতিনিধিঃ
নাগেশ্বরীতে সিগারেটের প্যাকেটে ইয়াবা পাচারের সময় থানা পুলিশ আলমগীর হোসেন( ২৫)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত আলমগীর কুড়িগ্রাম সদর থানার চৌরাস্তা মোড়ের মৃত আব্দুল জলিলের পুত্র। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে রবিবার বিকাল ৫.৩০ মিনিটের সময় নাগেশ্বরী থানার এসআই মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে টহল পুলিশ নাগেশ্বরী পৌরসভার রাস্তা দিয়ে একটি সন্দেহভাজন অটোরিকশা তল্লাসীর সময় যাত্রীবেশে থাকা ঐ মাদক ব্যবসায়ী দৌড়ে পালানোর সময় তাকে আটকের পর পকেটে থাকা একটি বেনসন সিগারেটের প্যাকেট থেকে ২০০ পিছ ইয়াবা টেবলেটসহ আটক করে।পরে আটক মাদক ব্যবসায়ী আলমগীর হোসেনের বিরুদ্ধে একটি মাদক আইনে মামলা করা হয়েছে বলে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবীউল ইসলাম নিশ্চিত করেন।