ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কৃষিকাজে আধুনিক চাষাবাদ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষিকাজে উন্নত পদ্ধতি ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি ২২) সকাল এগারোটায় ইনতেফা কোম্পানির আয়োজনে সোনালী ব্যাংকের নিচতলায় অনুষ্ঠিত এ কর্মশালায় উপজেলার শতাধিক কৃষি উপকরণ ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে ছিলেন ইনতেফা’র রংপুর ডিভিশনাল ম্যানেজার আবু তাহের মামুন। তিনি ফসলের বিভিন্ন রোগ, প্রতিরোধ ও প্রতিকারে আধুনিক চাষাবাদ পদ্ধতি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, উপজেলার বিভিন্ন এলাকার কৃষি উপকরণ ব্যবসায়ীদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের কাছে চলে যাবে এ পদ্ধতি।

এছাড়াও মেসার্স মশিউর ফার্টিলাইজারের সত্ত্বাধিকারী মশিউর রহমানের সঞ্চালনা ও ভাই ভাই ফার্টিলাইজারের সত্ত্বাধিকারী তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ইনতেফা’র কুড়িগ্রাম- লালমনিরহাট এরিয়া ইনচার্জ আবু সাইদ, নাগেশ্বরীর টেরিটরি অফিসার ফয়সাল বিন আলী, মেসার্স পিওর ট্রেডিং -এর সত্ত্বাধিকারী প্রভাষক মিজানুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন