#ভুলে_যেও_ক্ষমা_করে!!
— এইচ, এম আনোয়ার
২৩- ১২- ২১ খ্রিঃ
শীতের চাদর মাড়িয়ে বাহুডোরে বেঁধে
ভোরের বাতাসে তুমি আমি গা ভাসাই-
বহুকাল আগের কথাই হবে সখি!
ভুলে গেছ হয়তোবা নিজের মত করে
তবু তোমার অগোচরে আমার এই স্মৃতিচারণ-
জানি রেখাপাত করেনা তোমার হৃদয়পটে এখন।
মনে পড়ে একই চাদরে দুজনার শীত নিবারন?
খেয়া নৌকায় তোমার আকুতি ভরা প্রেম
আজও চোখে ভাসে তোমার করুণ চাহুনি!
কী করে ভুলি হৃদয়ের অকৃত্রিম আর্তনাদ?
ভুলে গেছো তুমিই আগে, পিছিয়ে পড়েছি আমি।
তবু ভুলিনি আজও তোমার রেখে যাওয়া স্মৃতি!
এ বেলায় বলে যাই- ভুলে যেও ক্ষমা করে আমায়
অনধিকার চর্চায় ব্যথা যদি পেয়ে থাকো কভু!