মো: নাজমুল হুদা মানিক ॥
জাতীয় সংসদ সদস্য মনিরা সুলতানা মনি এর পক্ষ থেকে মহিলা ক্রিকেট একাডেমি‘র ক্ষুদে ক্রিকেট খেলোয়াড়দের মাঝে ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর মাধ্যমে ক্রিকেট সামগ্রী হস্তান্তর করা হয়েছে। ১৩ জানুয়ারী সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্রিকেট সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট পীযুষ কান্তি সরকার, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান হোসাইন আল তাজ, মহিলা ক্রিকেট একাডেমির উপদেষ্টা সেলিম আলমগীর, মো: মোশাহিদুর রহমান শহীদ, মহিলা ক্রিকেট একাডেমি‘র পরিচালক ও সাবেক ক্রিকেট খেলোয়াড় নার্গিস আক্তার প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।