মারুফ সরকার ,বিনোদন প্রতিবেদনঃ আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএফডিসিতে। আজ বুধবার (১২ জানুয়ারি) সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন।

এদিন বিকেলে উৎসব আমেজে মনোনয়নপত্র জমা দেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলের প্রার্থীরা।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ইলিয়াস কাঞ্চন ও নিপুণের সঙ্গে ছিলেন চিত্রনায়ক রিয়াজ, অমিত হাসান, নানা শাহ, নিরব, ইমন, সাইমন সাদিক, কেয়া, শাহানূর, জেসমিন আক্তার, নৃত্য পরিচালক আরমানসহ একঝাঁক শিল্পী।

এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরুও এ সময় তাদের সঙ্গে ছিলেন।

সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন মনোনয়নপত্র জমা দিয়ে বলেন, ‘আলহামদুলিল্লাহ, সবাই মিলে আনন্দ করে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমরা একটা পরিবর্তনের প্রত্যাশা করছি, যা ইন্ডাস্ট্রিকে ভালোর দিকে নিয়ে যাবে।’

মনোনয়নপত্র জমার দেওয়ার পর সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ বলেন, ‘মনোনয়নপত্র জমা দিয়েছি। আশা করি সব শিল্পী আমাদের প্যানেলের সঙ্গে থাকবেন। তারা পাশে থাকলে বিজয় আমাদের সুনিশ্চিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন