মোহাম্মদ সাকিব চৌধুরী,খানসামা(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলায় খেলা করা সময় শ্লিপার উল্টে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
ঘঁটনাটি ঘটেছে, উপজেলার খামারপাড়া ইউনিয়নের নেউলা গ্রামে ।
জানা যায়, আজ শুক্রবার বিকেল সাড়ে ৬ টার দিকে উপজেলার নেউলা গ্রামের মোঃ গড়িয়া আহম্মেদের ২য় শ্রেনীতে পড়–য়া মেয়ে মোছাঃ নিস্পা বাড়ির পাশের নিজ বিদ্যালয় সচিবপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তার সাথিদের নিয়ে শ্লিপারে খেলাধুলা করার এক পর্যায়ে হঠাৎ শ্লিপারটি উল্টে গিয়ে নিস্পার গায়ে পরে, এসময় নিস্পা মাথায় গুরুত্বর আঘাত পায়।
পরে তার অভিভাবকরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পাকেরহাট হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যুবরন করেন।
এবিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল মতিনের সাথে কথা হলে তিনি বলেন, আমি সারা দিন দিনাজপুরে থাকায় এবিষয়ে কিছু জানি না, তবে এবিষয়ে কেউ অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।