মো জহুরুল ইসলাম।
নীলফামারী প্রতিনিধি।
নীলফামারীর ডিমলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে নীলফামারী ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নে।
সোমবার (১৭ জানুয়ারি) রাতে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- মোশারফ হোসেনের ছেলে সুজন ও আমিনুর রহমানের ছেলে বুলু বাদশা।
স্থানীয়রা জানান, ওই শিশুকে বাড়িতে রেখে মা- বাবা পাশের এলাকায় এক আত্মীয়ের জানাজায় যায় এ সুযোগে সুজন ইসলাম ও বুলু বাদশা বাড়িতে ঢুকে শিশুকে ধর্ষণ করেন।
রাতে বাড়িতে ফিরে মেয়ে টিকে মেঝেতে পড়ে থাকতে দেখে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য নীলফামারী সদর হাসপাতালে পাঠান।
ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কুঞ্জকুলি রায় জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই শিশুটিকে নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।’