নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে তাসের মাধ্যমে জুয়া খেলা অবস্থায় ৯ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ।

রবিবার দিবাগত রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি এলাকার আবু বক্করের বসতবাড়িতে তাসের মাধ্যমে টাকা দিয়ে জুয়া খেলার সময় তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুই সেট তাস ও ৫০ হাজার ৩০০ টাকা জব্দ করে।

আটক জুয়াড়িরা হলেন, নাগেশ্বরী উপজেলার শিয়াল কান্দা এলাকার আব্দুর রহমানের ছেলে শরিফ উদ্দিন, মৃত আব্দুস সাত্তারের ছেলে মোজাহার আলী, ইসমাইল হোসেনের ছেলে শাহ আলম, পশ্চিম কুটি নাওডাঙ্গা এলাকার মৃত হবিবুর রহমানের ছেলে আব্দুর রশিদ, রামখানা এলাকার মজিবর রহমানের ছেলে আব্দুল কাদের, মৃত আয়েজ উদ্দিন মাস্টারের ছেলে হাফেজ আলী, কাশিপুর এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে সিরাজুল হক, মৃত আজগার আলীর ছেলে আহমদ আলী, আলীর ছেলে আমিনুর ইসলাম।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, আটক ঐ জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন