জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বীরপ্রতীক বদরুজ্জামান স্মৃতি কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রেন্ডস ক্লাব আয়োজিত জাতীয় ও ক্রিড়া পতাকা উত্তোলন মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল, এসময় আরো উপস্থিত ছিলেন, ফ্রেন্ডস ক্লাবের পরিচালক দেলোয়ার হোসেন, ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক সরকার মনোয়ার পাশা, মিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ আরো অনেকে। উদ্বোধনী খেলায় নাঈম স্পোর্টিং ক্লাব বনাম ফকির পাড়া মিগ টুয়েন্টি নাইন ক্রিকেট দল অংশ গ্রহন করেন। খেলা দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ক্রিকেটপ্রেমী দর্শকের ঢল নামে।