বুলবুল ইসলাম,কুড়িগ্রাম সদর প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদর উপজেলার ২নং হলোখানা ইউনিয়নের হেমেরকুটির আঠারোঘরিয়া গ্রামে প্রায় ১ কি.মি কাচা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) সাইয়াদের বাড়ি হতে রমজান এর বাড়ি পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ২নং হলোখানা ইউপির নবাগত চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রেজা । যোগাযোগব্যবস্থা খারাপ থাকায় দীর্ঘদিন যাবৎ কৃষি প্রধান ওই এলাকার মানুষ শিক্ষা, স্বাস্থ্যসহ নানা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলো।
রাস্তা পেয়ে খুশি এলাকার সকল শ্রেণী পেশার মানুষ। স্থানীয় কয়েকজন জানায়, যোগাযোগব্যবস্থা খারাপ থাকায় সঠিক সময়ে আমরা কোন কাজ করতে পারিনা। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন আজ পূরণ হলো। রাস্তা না থাকায় আমাদের অনেক কষ্ট করে হাট-বাজারে যাতায়াত করতে হতো। এছাড়াও জরুরি মুহূর্তে কোন রোগীকে হাসপাতালে নেয়ারো কোনো ব্যবস্থা ছিল না । রাস্তাটির কাজ উদ্বোধন করায় চেয়ারম্যানকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
এ সময় আরো উপস্থিত ছিলেন, হেমেরকুটি গ্রামের নবাগত মেম্বার মোঃ রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ