এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
পানির গুনগতমান পরীক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প’র আওতায় জামালপুরে পানি পরীক্ষাগার ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জামালপুরের নির্বাহী প্রকৌশলীর ভবন সংলগ্ন এ নবনির্মিত ভবনটির উদ্বোধন করা হয়।
সারাদেশে ৫২টি জেলায় মোট ৫২টি পরীক্ষাগার ভবন স্থাপিত হচ্ছে। এরই অংশ হিসেবে প্রায় ৫৪ লক্ষ টাকা ব্যয়ে জামালপুরে নির্মিত হয়েছে পানি পরীক্ষাগার ভবনটি। শুক্রবারে নবনির্মিত ভবনটির উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সাংসদ আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জামালপুরের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ, উপ-সহকারী প্রকৌশলী (সদর) মো. মাজেদুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী (মেলান্দহ) মো. জাকির হোসেন, প্রাক্কলনিক মো. সোহেল রানা, উচ্চমান সহকারী মো. জাহাঙ্গীর কবির বাবু ও হিসাব সহকারী মো. জিয়াউর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।