মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম সদর প্রতিনিধিঃ
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। দাবি না মানলে কঠোর কর্মসূচি পালন করার হুশিয়ারি দেন জোটের নেতারা।
বুধবার (৯ ফেব্রুয়ারি ) সদর উপজেলা পরিষদ এর সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মোঃ হায়দার আলী। তিনি বলেন , আমরা শুরু থেকেই প্রতিহিংসার শিকার। দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা অর্থকষ্টে দিন পার করছেন। পেটে ক্ষুধা নিয়ে পাঠদান হয় না।
মানববন্ধন থেকে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৮ দফা দাবি জানান শিক্ষকনেতারা। দাবিগুলো হলো-
(১) প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো জাতীয়করণ, (২) স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার নীতিমালা-২০১৮ বাস্তবায়ন, (৩) স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ডাটা বেইজ চূড়ান্ত করণ, (৪) স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার,( ৫) রেজিস্ট্রেশন প্রাপ্ত কোডবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো মাদরাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্ত করা, (৬) প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করা, (৭) প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় একজন অফিস সহায়কের পদ সৃষ্টি, ( ৮) স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ৫ম শ্রেণি সমাপনী পরীক্ষার অটোপাশের প্রজ্ঞাপন জারি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক মোঃ গোলাম আজম, সদস্য সচিব মোঃ নূরুন্নবী আলী, অর্থ-সচিব মোঃ মনিরুজ্জামান, সদর উপজেলার আহবায়ক মোঃ তোফাজ্জল হোসেন প্রমুখসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা অংশ নেন।