কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট উপজেলা শাখার আয়োজনে গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মোড়ে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট চিলমারী উপজেলা শাখার আহবায়ক মোঃ আতিকুর রহমান। অনুষ্ঠানে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যয় জাতীয়করণসহ ৮দফা দাবীতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ রফিকুল ইসলাম, সদস্য সচিব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট, চিলমারী উপজেলা শাখা। শিক্ষক মোঃ আফছার আলী, মোঃ মমিনুল ইসলাম, লাব্যণ্য ইয়াছমিন, লিয়াকত আলী প্রমূখ। অনুষ্ঠান শেষে চিলমারী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।