মারুফ সরকার,ঢাকা
আগামী জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কংগ্রেস। দলের গাজীপুর জেলা কমিটি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবগুলি আসনে প্রার্থী দেয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
এ লক্ষ্যে সুস্থ ধারার রাজনীতির বিকাশে দেশ প্রেমিক নাগরিকদেরকে এগিয়ে আসার আহবান জানান তিনি। এ্যাডঃ কাজী রেজাউল হোসেন বলেন, বর্তমান ধারার দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশে সুন্দর একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে সবাইকে উদ্যোগী হতে হবে।
বাংলাদেশ কংগ্রেসের গাজীপুর জেলা কমিটির আহবায়ক বাবু অরুণ সাহার সভাপতিত্বে এবং সদস্য সচিব ডাঃ মোঃ শফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম।