মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি :
সময়ের পালাবদলে রুপালি পর্দায় আসছে একের পর এক নতুন মুখ। কেউ কেউ সুঅভিনয় দিয়ে রাখছেন সফলতার স্বাক্ষর, পাচ্ছেন দর্শকের প্রশংসা। ঢাকাই শোবিজ অঙ্গনের পরিধি বৃদ্ধির সঙ্গে নতুনের তালিকায় যুক্ত হলো আরো একটি নাম তামান্না ইমু।
দক্ষিণাঞ্চলের পটুয়াখালী মেয়ে ইমুর শৈশব থেকে স্বপ্ন ছিল শোবিজে কাজ করবেন। তাই এক বন্ধুর মাধ্যমে শোবিজে নাম লেখান। তার শুরুটা হয় রুমান রুনি পরিচালিত ‘কাফফারা’ নাটকের মাধ্যমে। এরপর ‘ম্যাচ উইনার’, ‘গন্তব্য’, ‘ম্যাড ম্যান’, ‘কাটিং টু ফিটিং’সহ বেশকিছু নাটকে অভিনয় করেন তিনি।
ধীরে ধীরে কাজের পরিধি বাড়তে থাকে। অল্প দিনেই সবার নজরে আসেন ইমু। তারপর ডাক আসে খ্যাতিমান নির্মাতাদের কাজের৷ এরই মধ্যে বেশ কয়েক জন জনপ্রিয় নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন। এছাড়া ৬টি বিজ্ঞাপন ওওভিসির বেশকিছু কাজ করেন তিনি।
তামান্না ইমু বলেন, আমি মিডিয়াতে কাজ করে নিজের একটা জায়গা তৈরি করতে চাই। ভালো ভালো কাজে নিজেকে যুক্ত করতে চাই। আমার কাজ দেখে মানুষ যেন অনুপ্রেরণা পায় তেমন কিছু কাজ দর্শকদের উপহার দিতে চাই।